জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী যারা
জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা :
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনসহ ৯টি ওয়ার্তে ১২ জন কাউন্সিলর বিজয়ী হয়েছে।
ঘোষিত ফলাফলে দেখা যায়- ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উটপাখি প্রতীকে আবুল কালাম ৫৪২ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী মো. আব্দুল জলিল পেয়েছেন ৩২৫ ভোট। ২নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকে মো. রুহুল আমীন রিপন ২৪৭ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী ডালিম প্রতীকে মাসুদ আহমদ পেয়েছেন ২৪৬ ভোট। ৩নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে রিপন আহমদ ৬৬১ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী উটপাখি প্রতীকে আবুল কালাম আজাদ পেয়েছেন ৫৯৬ ভোট। ৪নং ওয়ার্ডে উটপাথি প্রতীকে মো. মাহবুবুর রহমান লিলু ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী পাঞ্জাবী প্রতীকে শাহাব উদ্দিন শাকিল পেয়েছেন ৬০৩ ভোট। ৫নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে মো. কামরুজ্জামান ৭৫৯ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী পাঞ্জাবী প্রতীকে সমির উদ্দিন পেয়েছেন ৪৮৭ ভোট। ৬নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে আলমগীর হুছাইন পুতুল ৩৩২ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী ডালিম প্রতীকে দেলওয়ার হোসেন নজরুল পেয়েছেন ৩২৫ ভোট। ৭নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকে হেলাল আহমদ ২৪৬ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী পাঞ্জাবী প্রতীকে আছদ্দর আলী পেয়েছেন ১৬৭ ভোট। ৮নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে হেলাল উদ্দিন ৩০৩ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী পাঞ্জাবী প্রতীকে শামীম আহমদ পেয়েছেন ২৯৯ ভোট। ৯নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে আমাল আহমদ ৪৭০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী উটপাখি প্রতীকে আতাউর রহমান আতাই।
এছাড়া সংরক্ষিত ১-২-৩নং ওয়ার্ডে আনারস প্রতীকে জোসনা খানম ১৪৭৩ ভোটে পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী অটোরিক্সা প্রতীকে সুনন্দা শুক্ল ১০৬৬টি ভোট ও জবাফুল প্রতীকে তাছলিমা আক্তার জোছনা পেয়েছেন ৪২০ ভোট।
সংরক্ষিত ৪-৫-৬নং ওয়ার্ডে জবাফুল প্রতীকে মনারা বেগম ১০৯৮ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী অটোরিক্সা প্রতীকে দিলওয়ারা বেগম ৯১৬টি ভোট ও চশমা প্রতীকে রোসনা আক্তার ভোট পেয়েছেন ৭৪১টি ভোট এবং আনারস প্রতীকে জাহানারা বেগম ৬৫৭ ভোট পান।
সংরক্ষিত ৭-৮-৯নং ওয়ার্ডে আনারস প্রতীকে রীনা আক্তার ১৩৫৬ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী চশমা প্রতীকে সালেহা বেগম পেয়েছেন ১১৭১ ভোট।