গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হলেন যারা
গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা :
গোলাপগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৯টি ওয়ার্ডে ৬১টি বুথে পৌরবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা সম্মেলন কক্ষে ফলফল ঘোষণা করেন সহকারী রির্টানিং ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান।
ফলাফলে বেসরকারিভাবে ৯টি ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে পরপর চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন জহির উদ্দিন সেলিম। তিনি ভোট পেয়েছেন ৫৮৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পানির বোতল প্রতীকে সুমন আলী পেয়েছেন ৪৪১ ভোট। ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে গাজর প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন জামেল আহমদ চৌধুরী। তার প্রাপ্তভোট ৬২১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়েক আহমদ ব্লাকবোর্ড প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৮ ভোট। ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে উটপাখি প্রতীক নিয়ে ৩৮০ পেয়ে পুণঃনির্বাচিত হয়েছেন জবান আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীকে আজমল হোসেন পেয়েছেন ৩৪১ ভোট। ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে পানির বোতল প্রতীকে ৬৩৫ ভোট পেয়ে আবারো নির্বাচিত হয়েছেন এম ফজলুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতীকে মঞ্জুর আহমদ পেয়েছেন ৫৫২ ভোট। ৫নংওয়ার্ডে কাউন্সিলর পদে হেট্রিক বিজয় লাভ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান। পানির বোতল প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৬৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজর প্রতীক নিয়ে মো. মুজিবুর রহমান মুহিব পেয়েছেন ৩১৮ ভোট। ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে গাজর প্রতীক নিয়ে ৭৪৮ ভোট পেয়ে প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন জাহেদ আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর মো. আব্দুল জলিল ব্লাকবোর্ড প্রতীকে পেয়েছেন ৩৫৬ ভোট। ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে পরপর চতুর্থবারের মত পানির বোতল প্রতীক নিয়ে ৯৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হেলালুজ্জামান হেলাল৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল হক রনি ব্লাকবোর্ড প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯৪ ভোট। ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে উটপাখি প্রতীক নিয়ে ৮২০ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন সাবেক ফারুক আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীবর্তমান কাউন্সিলর জামাল আহমদ জানাল পাঞ্জাবি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৮ ভোট। ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম টেবিল ল্যাম্প প্রতীকে ৬৮৫ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেক আহমদ উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৫১৮ ভোট।
এছাড়া সংরক্ষিত ১নং ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে জবা ফুল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সেফা বেগম। সংরক্ষিত ২নং ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে আনাসর প্রতীক নিয়ে হ্যাট্টিক জয়লাভ করেছেন মেহেরুন বেগম। এবং সংরক্ষিত ৩নং ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন মনোয়ারা ফেরদৌস মনাক্কা।