পৌরসভা নির্বাচন বর্জন করেও প্রায় ৪হাজার ভোট পেলেন বিএনপির প্রার্থী
স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ভোটের আগের দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া বিএনপির প্রার্থী পৌনে চার হাজার ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। সেখানে টানা দ্বিতীয়বারের মতো জিতে মেয়র হয়েছেন আওয়ামী লীগের ফজলুর রহমান।
শনিবারের ভোটে ফজলুরের নৌকা প্রতীকে ভোট পড়ে ১৩ হাজার ৭০০টি। কারচুপির আশঙ্কায় শুক্রবার সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানো অলিউর রহমানের ধানের শীষে পড়ে তিন হাজার ৭৩২ ভোট।
বিএনপির প্রার্থী এই সিদ্ধান্ত জানালেও প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় ব্যালট পেপারে তার নাম রয়ে যায়।
তবে অলিউর যে আশঙ্কায় ভোট থেকে সরে দাঁড়ান, তা সত্য প্রমাণ হয়নি। ১৮টি কেন্দ্রের মধ্যে ১৬টিতে ভোট হয়েছে একেবারে শান্তিপূর্ণ। ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে রায় দিয়েছেন। তবে হযরত শাহ মোস্তফা কলেজ ও আলাউদ্দিন কাশিনাথ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিছুটা গোলযোগ হয়।
এর মধ্যে শাহ মোস্তফা কেন্দ্রে একজন ঢুকে ৪০টির মতো জাল ভোট দিয়ে দেন। প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পুলিশকে খবর দেন। ততক্ষণে ওই ব্যক্তি পালিয়ে যান। মোস্তাফিজুর পরে সাংবাদিকদের বলেন- এই ব্যালটগুলোতে তাদের কোনো সই নেই, গণনার সময় তারা সেগুলো বাদ দিয়ে দেবেন।
কাশিনাথ কেন্দ্রে অবশ্য ঝামেলা হয়নি, করার চেষ্টা হয়েছিল। একজন ভোটার জালভোট দিতে গেলে তাকে চ্যালেঞ্জ করেন অন্য ভোটাররা। তখন তাকে আটকে পুলিশে দেয়া হয়।
এই নয়টি কেন্দ্রের কোনোটিতে বিএনপির নেতা-কর্মীরা সক্রিয় ছিলেন না। তাদের কোনো এজেন্টও ছিল না। তার পরেও ধানের শীষে এই পরিমাণ ভোট পড়া নিয়ে নির্বাচনী এলাকাটিতে আলোচনা চলছে।
বিএনপি প্রার্থী ভোট বর্জন না করলে আরও জমজমাট লড়াই হতে পারত বলে ধারণা করা হচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের মধ্যেও এই ধারণা হয়েছে।