সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালা’র মিছিল সোমবার
সংবাদ বিজ্ঞপ্তি :
মহান ভাষার মাস বরণে প্রতি বছরের ন্যায় এবছরও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট বর্ণমালার মিছিলের আয়োজন করেছে। স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে সোমবার সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ভাষার মাস বরণে বর্ণমালার মিছিলটি বের হবে।
মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মিছিলকে বরণ করে নেবে ভাষার মাসের তাৎপর্য ভিত্তিক নৃত্যের মধ্য দিয়ে ছন্দ নৃত্যালয় সিলেট।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে ভাষার মাস বরণে বর্ণমালা মিছিলে স্বাস্থ্যবিধি মেনে সকলের উপস্থিতি কামনা করেছেন।