করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধাদের সম্মাননা জানালো ইমজা
নগর সংবাদদাতা :
সুধি সমাবেশে করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধাদের সম্মাননা জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেট। রোববার (৩১ জানুয়ারি) বিকেলে ইমজার সম্মেলন কক্ষে আয়োজিত সুধি সমাবেশে করোনাকালে জনগণকে সেবা প্রদানের জন্য সিলেটের সকল চিকিৎসক, সেবক-সেবিকা, সম্মিলিত নাট্য পরিষদ, জেলা পুলিশ, মহানগর পুলিশ, র্যাব-৯ ও জেলা প্রশাসনের প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান, সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, মহানগর পুলিশের উপ কমিশনার তোফায়েল আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকি, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, আটাবের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট ওমেন চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, এনজিও সংস্থা সীমান্তিকের নির্বাহি পরিচালক শামীম হোসেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি মামুন হোসেন ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েসন সিওমেক শাখার সভাপতি শামীমা নাসরিন।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত সুপার লুৎফুর রহমান, মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, র্যাবের এএসপি ওবাইন, বাংলাদেশ কম্পিউটার সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এস সুটন সিংহ, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ফারুক আহমেদ, সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, মঈনুল হক বুলবুল, বাপ্পা ঘোষ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, লিটন চৌধুরী, আনিস রহমান, আব্দুল আলিম শাহ, দেবাশীষ দেবু, টিসিজেএর সভাপতি দ্বিগেন সিংহ, সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, ফটো জার্নালিস্ট এসোসিয়েসনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, নার্সেস এসোসিয়েসন ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ব্রতচারি বিমান তালুকদার, সমাজকর্মী নিগাত সাদিয়া প্রমুখ।
নিজের বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- করোনাকালে গণমাধ্যমকর্মীরা অত্যন্ত অসাধারণ কাজ করেছেন। তারাই জানেন কারা মাঠে থেকে মানুষের জন্য কাজ করেছে। সংবাদকর্মীরা যখন কাউকে সম্মাননা জানান তখন তা অবশ্যই অর্জনের স্বীকৃতি। দুঃসময়ে মানুষের মানবিকতা আরো বিস্তৃত হবে এই প্রত্যাশা করেন তিনি।
পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেন- করোনাকালে জেলা পুলিশ সর্বদা জনগণের জন্য বিশেষ সেবা নিয়ে প্রস্তুত আছে। কিন্তু সাংবাদিকতার পাশাপাশি ইমজার সদস্য মানুষের জন্য যা করেছে তাতে তারা প্রশংসার দাবিদার।
মহানগর পুলিশের উপ কমিশনার তোফায়েল আহমেদ বলেন- ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে ইমজার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমজার পাশে সবসময় থাকবে মহানগর পুলিশ।
সুধি সমাবেশের শেষপর্বে সদ্য সমাপ্ত মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ডিসিপ্লিনারি কমিটির তিন সদস্য ক্রীড়া সংগঠক মাসুক আহমদ, সিলেট আম্পায়ার্স এসোসিয়েসনের সভাপতি বদরুদ্দোজা বদর এবং সিরাজ উদ্দিনের হাতে বিশেষ শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এই টুর্নামেন্টে নজরকাড়া নৈপুন্য দেখানো টুর্নামেন্টের বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ শুভেচ্ছা স্মারক।
সমাপনীপর্বে করোনাকালে মানুষের সেবায় নিবেদিত সম্মিলিত নাট্য পরিষদের ‘কলের গাড়ি’র পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন চিকিৎকবৃন্দের পক্ষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়, সেবক-সেবিকাবৃন্দের পক্ষে নার্সেস এসোসিয়েসন সিওমেক শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সম্মিলিত নাট্য পরিষদের পক্ষে সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, র্যাব-৯ এর পক্ষে এএসপি ওবাইন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, মহানগর পুলিশের পক্ষে অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের এবং জেলা প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মীর মাহবুবুর রহমান ইমজার বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন।