নবীগঞ্জে র্যাবের অভিযানে ৪১ কেজি গাঁজাসহ ২জন গ্রেপ্তার
সময় সিলেট ডেস্ক :
হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৩১ জানুয়ারি) ভোররাতে রস্তুমপুর টোল প্লাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে জেলার মাধবপুর থানার আলীনগর গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে আলা উদ্দিন (৩০) ও একই থানার দেবনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জুয়েল (২২)।
রোববার বিকেলে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানসহ সিপিসি-১ কোম্পানীর একটি দল অভিযানে অংশ নেয়।
এই ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে নবীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে।