সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল কাইয়ূম, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শেখ সামসুদ্দিন সামছুল, ছাত্রনেতা জুবের সহ সকলের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে রোববার বাদ যোহর হজরত শাহজালাল রহ. মাজার মসজিদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সুহেল, স্বেচ্ছাসেবক দল নেতা দেলওয়ার হোসেন চৌধুরী, আকবর আলী খান, আবুল কালাম সাহেদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির সুহেল, মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, সাবেক কর্মসূচী প্রণয়ন বিষয়ক সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম, সাইফুল আলম কোরেশী, মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তানিমুল ইসলাম তানিম, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুসাইন আহমদ প্রবেল, মহানগর ছাত্রদল নেতা আবুল বাশার, এডভোকেট জামিনুল ইসলাম জামি, সিলেট জেলা ছাত্রদরের সাবেক সদস্য মির্জা অপু, রিয়াজ উদ্দিন ইমরান, ছাত্রদল নেতা রনি, সৈয়দ মিনহাজ, ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, পলিটেকনিক ইন্সটিটিউট ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা সৈয়দ শাহনুর আলম, টি জাবেদ হাসান প্রমুখ।
উল্লেখ্য; সাবেক ছাত্রনেতা আব্দুল কাইয়ূম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন।