নগরীতে পায়রা সমাজ কল্যাণ সংঘের সংবর্ধনা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
নগরীর দরগা মহল্লায় পায়রা সমাজ কল্যাণ সংঘ আয়োজিত সংবর্ধনা সভায় বক্তারা বলেছেন- সংঘের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মাহবুব হোসেন সুদূর প্রবাসে অবস্থান করে এলাকার দুঃস্থ অসহায় মানুষের কল্যাণে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সময় সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেন। তার এ মহতি কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি সমাজ উন্নয়নে তার অবদান অব্যাহত রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (৩০ জানুয়ারি) দরগামহল্লাস্থ শাহজালাল টাওয়ারে সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমান দুদু’র পরিচালনায় এবং মো. জুবায়ের আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহবুর হোসেনের সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন- পায়রা সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা এনামুল হক জুবের, সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সালেহ আহমদ, মারুফ আহমদ, সাদিক আহমদ, অ্যাডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, রিপন আহমদ, মোছাদিকুন নবী, নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, মুফতি আব্দুল খাবির, আব্দুল আজিজ ফয়সল, শফিকুল হক বেলাল, আনোয়ার হোসেন, বাবলা জায়গীরদার, নাজমুল হক তারেক, জামাল আহমদ, মাহফুজুল হক শাকিল, রাসেল আহমদ, শাহেদুর রহমান সাবলু, জাকির, রনি,শাহাব, নাহিদ আজিজ প্রমুখ। সংবর্ধনা সভা শেষে দেশে বিদেশে করোনা আক্রান্ত ও অসুস্থদের সুস্ততা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মো: সাদিক মিয়া।