গোলাপগঞ্জ পৌর নির্বাচন : কোন কেন্দ্রেই জিততে পারেননি নৌকার প্রার্থী
গোলাপগঞ্জ সংবাদদাতা :
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রেই জিততে পারেননি নৌকার প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ। জামানতও হারাতে হচ্ছে তাকে।
শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত এ পৌরসভার নির্বাচনে ১নং কেন্দ্র এম সি একাডেমিতে নৌকা পেয়েছে ১৮৩ ভোট, ধানের শীষ প্রতীক ৩২২, জগ প্রতীক ৪৫১ এবং মোবাইল প্রতীক ৩৭৯ ভোট। ২নং কেন্দ্র ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৪৬৪ ভোট, ধানের শীষ প্রতীক ৪৭৭, জগ প্রতীক ৪৬০ এবং মোবাইল ৩০১ ভোট। ৩নং কেন্দ্র ঘাষেগাঁও মাদরাসায় নৌকা পেয়েছে ১৯০ ভোট, ধানের শীষ প্রতীক ৩৫০, জগ প্রতীক ৩০৯ এবং মোবাইল প্রতীক ৩৫৫ ভোট। ৪নং কেন্দ্র হাজী জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৬৪ ভোট, ধানের শীষ প্রতীক ৩৭৯ জগ প্রতীক ১২২২ এবং মোবাইল প্রতীক ১৩৩ ভোট। ৫নং কেন্দ্র দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৫৯ ভোট, ধানের শীষ প্রতীক ২০৮, জগ প্রতীক ১০৯৯ এবং মোবাইল প্রতীক ৩৫২ ভোট। ৬নং কেন্দ্র ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৬৭ ভোট, ধানের শীষ প্রতীক ৪৮৭, জগ প্রতীক ৭৭৪ এবং মোবাইল প্রতীক ৭৫৬ভোট। ৭নং কেন্দ্র রণকেলী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৫৭ ভোট, ধানের শীষ প্রতীক ৫৮০, জগ প্রতীক ৪২৭ এবং মোবাইল প্রতীক ১০৬৫ ভোট। ৮নং কেন্দ্র কোয়ালিটি স্কুলে নৌকা পেয়েছে ৩৩ ভোট, ধানের শীষ প্রতীক ৫১০, জগ প্রতীক ৭২৯ এবং মোবাইল প্রতীক ৬৭৯ ভোট। সৈয়দ তানভীর হাসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৫২৮ ভোট, ধানের শীষ প্রতীক ৯০৯, জগ প্রতীক ৩৮০ এবং মোবাইল প্রতীক ৫২৮ ভোট। মো. রুহেল আহমদ ৯টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১১৭৫ ভোট।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী প্রদত্ত মোট ভোটের আট ভাগের মধ্যে এক ভাগ ভোট কোনো প্রার্থী না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে জামানত ঠিকিয়ে রাখতে হলে প্রয়োজন ২০০৭ ভোট। কিন্তু মো. রুহেল আহমদ পেয়েছেন মাত্র ১ হাজার ১৭৫ ভোট। এ হিসেবে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গত শনিবার চতুর্থধাপে গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পৌরসভার ২২ হাজার ৯১৬ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৭৯৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। ভোটের হার ৭০ দশমিক ৫ শতাংশ।
গোলাপগঞ্জ পৌরসভায় ৫ হাজার ৮৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন জগ প্রতীকের বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল। এছাড়া মোবাইলফোন প্রতীক নিয়ে সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৪৫৪৮ ভোট, ধানের শীষ প্রতীক নিয়ে গোলাম কিবরিয়া চৌধুরী পেয়েছেন ৪ হাজার ২২২ ভোট এবং নৌকা প্রতীক নিয়ে মো. রুহেল আহমদ পেয়েছেন মাত্র ১ হাজার ১৭৫ ভোট। ভোটের হিসেবে চার মেয়র প্রার্থীর মধ্যে সবশেষ অবস্থান তার।