১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
স্টাফ রিপোর্টার :
আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর স্বাস্থ্য ভবনে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে তিনি এ কথা জানান।
মহাপরিচালক জানান- জরুরি কাজ ছাড়া ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য সব স্বাস্থ্যকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ছুটির দিনে কাউকে টিকা দেওয়া হবে না বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সারাদেশের ৬৩ জেলায় টিকা পৌঁছে গেছে নিশ্চিত করে তিনি বলেন- গাজীপুর, নারায়ণগঞ্জে আজ (সোমবার) টিকা পৌঁছে যাবে।
টিকা নিবন্ধনের সময়সীমা নিয়ে মহাপরিচালক জানান- যারা নিবন্ধন করতে পাচ্ছেন না তাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীরা সাহযোগীতা করছেন। ইউনিয়ন পর্যায়েও সাহযোগীতা করা হচ্ছে।
টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন- যারা টিকা নিয়েছেন তাদের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। জ্বর, টিকা দেওয়ার স্থানে ফুলে গেছে, কেউ বমি করেছে তবে সবাই ১ দিনের পরই সুস্থ হয়ে গেছে।
এদিকে নিবন্ধনের সময় পছন্দ করে ব্যক্তির ইচ্ছায় কেন্দ্রে গিয়ে টিকা দিতে পারবেন বলেও জানান নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেব্রিনা ফ্লোরা জানান- ঢাকার জন্য ৪ লাখ ডোজ রাখা হয়েছে।