সিলেটে র্যাবের অভিযানে পলাতক ৯ আসামি গ্রেপ্তার
সময় সিলেট ডেস্ক :
সিলেটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর পৃথক অভিযানে বিভিন্ন মামলায় পলাতক ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (৩১ জানুয়ারি) র্যাব-৯ পৃথক চারটি অভিযান চালিয়ে তাদের আটক করে।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- মজিবুর রহমানের পুত্র এনাম উদ্দিন (২২), ইন্তাজ আলীর পুত্র রইছ উদ্দিন (৩৪), মোজাম্মেল আলীর পুত্র কয়েছ আহমেদ (৩২), ইউনুস আলীর পুত্র সাজ্জাদুর রহমান (২৮), পীর বকসের পুত্র তেরাব আলী (৫০), ময়না মিয়ার পুত্র লাল মিয়া (৩৫), হাজী আজর আলীর পুত্র আবু তাহির (৩৫), মোশাহিদ আলীর পুত্র আব্দুল মনাফ (২৮), ও আব্দুল গফুরের পুত্র ইসমাইল আলী (৩০)। এরা সকলেই সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারের পর আসামীদের সিলেট জেলা পুলিশের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।