‘অভ্যুত্থানের’ বিরোধীতা করতে মিয়ানমারের জনগণকে সুচি’র দলের আহ্বান
আন্তর্জাতিক সময় :
অং সান সুচি’র রাজনৈতিক দল থেকে মিয়ানমারের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে- তারা যেন সোমবারের অভ্যুত্থান এবং সামরিক স্বৈরশাসনের বিষয়টি সমর্থন না করে। দ্য ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে- সেনাবাহিনীর পদক্ষেপগুলো বিচার বহির্ভূত এবং সংবিধান ও ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে গেছে।
তবে ওই কথাগুলো কে লিখেছেন তা কোনো গণমাধ্যম এখন পর্যন্ত পরিষ্কারভাবে জানাতে পারেনি। দ্য হেরাল্ড অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে- স্থানীয় সাংবাদিকরা এনএলডি সদস্যদের ফোন করেও সাড়া পাচ্ছেন না।
এদিকে আজ সোমবার মিয়ানমার সেনাবাহিনী টেলিভিশনে জানিয়েছে- তারা এক বছরের জন্য ক্ষমতা গ্রহণ করেছে। আরো জানানো হয়েছে- অং সান সুচি-সহ সে দেশের শীর্ষ আরো বেশ কয়েকজন নেতাকে আটক রাখা হয়েছে।
এ ঘটনায় এরই মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে- আমরা বিশ্বাস করি যে, মিয়ানমারে আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই বহাল থাকবে। আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।