সাইক্লোনের ১৭১তম সাহিত্য আসর : পেশাগত দায়িত্বশীলতা মানুষকে উচ্চশিখরে নিয়ে যায়
বিশেষ সংবাদদাতা :
পেশাগত দায়িত্বশীলতা মানুষকে উচ্চশিখরে নিয়ে যায়। এজন্য স্ব স্ব পেশায় দায়িত্ব পালনে অবহেলা করা উচিত নয়। সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল ফটোজার্নালিস্ট হিসেবে পেশাগত দায়িত্বপালনে কঠোর পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে সকলের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছেন। সাইক্লোনের ১৭১তম সাহিত্য আসরের দ্বিতীয় পর্বে ফটোজার্নালিস্ট আব্দুল বাতিন ফয়সলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সুহৃদ সম্মিলনে বক্তারা একথা বলেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে সাইক্লোনের সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ম্যানেজার জাবেদ আহমদের সভাপতিত্বে ও সাহিত্যকর্মী ইফতেখার শামীমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, সাবেক এপিপি এডভোকেট শাহআলম মহিউদ্দিন ও শেখ সাব্বির প্রমুখ।