মইন উদ্দিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক চৌধুরী
সময় সিলেট ডেস্ক :
সিলেট নগরের মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী।
গত ১৯ জানুয়ারি গভর্নিং বডির সভায় তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। ১ ফেব্রুয়ারি সোমবার তিনি এ পদে যোগদান করেছেন। যোগদানকালে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনামুল হক চৌধুরী যোগদানের পর সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন।