আদিয়ান সুলতান আহমেদ এর ২য় জন্মবার্ষিকী
সময় সিলেট ডেস্ক :
১লা ফেব্রুয়ারি; এসএমএস মিডিয়া লিমিটেড ও দৈনিক সময় সিলেট’র চেয়ারম্যান, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ ও বিশিষ্ট সমাজসেবী মোছা. কলসুমা আহমেদ দম্পতির দ্বিতীয় ছেলে আদিয়ান সুলতান আহমেদ-এর ২য় জন্ম বার্ষিকী। ২০১৯ ইংরেজী সালের ১ লা ফেব্রুয়ারী পিতা-মাতার কোল আলোকিত করে তার শুভ জন্ম হয়।
আদিয়ানের ২য় জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের ডরসেটের নিজ বাসভবনে পারিবারিকভাবে কেক কেটে শুভ জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারির এই লগ্নে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে তার জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, সেলিম-কলসুমা দম্পতির আরও ২ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে সালেহ আহমেদ সাকিবের নামে একটি কল্যাণ ট্রাস্ট রয়েছে। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই ট্রাস্টের মাধ্যমে দেশের অসংখ্য গরীব, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণ সাধন হচ্ছে প্রতিনিয়ত।
এদিকে, আদিয়ান সুলতান আহমেদ এর ২য় জন্মবার্ষিকীতে পিতা-মাতা ও পরিবারের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশে-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী সকলের কাছে আত্মিক দোয়া কামনা করেছেন।