আইপিএলের মধ্যেই বাংলাদেশে ওয়ানডে খেলবে লঙ্কানরা
স্পোর্টস ডেস্ক :
ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজে এসেছে নতুনত্বের ছোঁয়া। টেস্ট ক্রিকেট হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ঘিরে। ওয়ানডে সিরিজ হয়ে গেছে সুপার লিগের খেলা। ২০২৩ বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য আইসিসির ঠিক করে দেওয়া এফটিপি সিরিজগুলো খেলার বাধ্যবাধকতাও রয়েছে শীর্ষ ১৩টি দলের জন্য।
যে কারণে উন্নাসিক ক্রিকেট অস্ট্রেলিয়াও এ বছর বাংলাদেশে দল পাঠাবে ওয়ানডে সিরিজ খেলার জন্য। আর বাংলাদেশ সফরের জন্য ফাঁকা সময় খুঁজছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। টাইগারদের ব্যস্ত সূচির বছরে এপ্রিলে যে ফাঁকা সময় পাওয়া গেছে সেখানেই সেট করা হচ্ছে লঙ্কানদের।
ক্রিকেট বিশ্বের ফোকাস যখন আইপিএলে থাকবে তখন লঙ্কানরা ঢাকায় খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানান, বিশ্বকাপ কোয়ালিফাইয়ের পথে সুপার লিগের ম্যাচ হবে দু’দলের মধ্যে। এপ্রিলে লঙ্কান দল একদিনের ক্রিকেট খেলে দেশে ফিরে প্রস্তুতি নিতে হবে টেস্ট সিরিজের জন্য। মে মাসে বাংলাদেশ দল কলম্বো যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে।
টাইগাররা টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা ২০২০ সালে শুরু করলেও সুপার লিগের ম্যাচ শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মার্চে পরের সিরিজটি হবে নিউজিল্যান্ডে। সেখান থেকে ফিরে হোম সিরিজের জন্য প্রস্তুতি নিতে তামিমদের। এই ব্যস্ততা থাকবে বছরজুড়েই।