সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়
স্পোর্টস ডেস্ক :
নতুন বছর যেমন লিভারপুলের ভালো যাচ্ছিলোনা তেমনি ভালো যাচ্ছিলো না সালাহা’রও। টানা সাত ম্যাচ ধরে গোল পাচ্ছিলেন না তিনি।
তবে রোববার (৩১ জানুয়ারি) রাতে গোলের দেখা পেয়েছেন তিনি। করেছেন জোড়া গোল। তার জোড়া গোলে ভর করে লিভারপুল ৩-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে।
ওয়েস্টহ্যামের মাঠে রোববার রাতে প্রথমার্ধে জালের নাগাল পায়নি লিভারপুল। অবশ্য ওয়েস্টহ্যামও পায়নি। বিরতির পর চারটি গোল হয়। তার তিনটি করে লিভারপুলের খেলোয়াড়রা। একটি করে ওয়েস্টহ্যামের একজন।
বিরতি থেকে ফিরেই ৫৭ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে নেন মিশরের ফুটবলার সালাহ। বাঁকানো শটে দারুণ গোলটি করেন তিনি। ৬৮ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন সালাহ। তাতে লিভারপুল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ৮৪ মিনিটে জর্জিনিও ভেইনালদেম গোল করলে ব্যবধান হয় ৩-০। তবে ৮৭ মিনিটে ওয়েস্টহ্যামের ক্রেইগ ডোসান একটি গোল শোধ দেন। তবে সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
২
১ ম্যাচে ১১ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৪০। চার ম্যাচ পর হারের তেতো স্বাদ পাওয়া ওয়েস্ট হ্যাম ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচে।
সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা সিটির পয়েন্ট ২০ ম্যাচে ৪৪।