ওসমানীনগরে ব্রিটিশ বাংলা এসোসিয়শনের শীত বস্ত্র বিতরণ
বিশেষ সংবাদদাতা :
শীতার্থ মানুষের প্রতি সাহায্যের হাত প্রসারিত করেছে ব্রিটিশ বাংলা এসোসিয়েশন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষথেকে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের লালকৈলাশ গ্রামে শতাধিক শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিমের বাড়িতে কম্বল বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান রব্বানি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- যুক্তরাজ্যের কমিউনিটি সংগঠন ব্রিটিশ বাংলা এসোসিয়েশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় গরিব শীতার্ত মানুষের মধ্যে দীর্ঘ দিন থেকে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় ওসমানীনগরে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আর্তমানবতার সেবায় নিবেদিত এই এসোসিয়েশনের মতো সবাইকে সাহায্যের হাত প্রসারিত করারও আহবান জানান তিনি।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বী হাজী মো. মাসুক মিয়ার, হাজী আশিক আলী, শাহেদ রব্বানি, মো. লেখন মিয়া, মইন উদ্দিন, মো. ফয়ছল আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ আগত শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেন। এছাড়াও আলোচনা সভা শরুর প্রাক্কাল এসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম মোবাইলের মাধ্যেমে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।