তাহিরপুরে সাংবাদিক নির্যাতন : এসএমএস মিডিয়া’র নিন্দা ও প্রতিবাদ
সময় সিলেট ডেস্ক :
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে যাওয়ায় তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক সংবাদ ও দৈনিক শুভ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে বর্বরোচিত নির্যাতনের ঘটনায় উদ্বেগ, তীব্র নিন্দা এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর নেতৃবৃন্দ।
এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান সেলিম জে আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন এবং পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন বর্বরোচিত কায়দায় সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আর সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে সাংবাদিকতা একটি মহৎ পেশা। উদ্ভব ও বিকাশের পটভূমিতে সাংবাদিকতা আজ সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার অবিরাম প্রয়াস। এই প্রয়াসের মূল চালিকাশক্তি একজন সাংবাদিকের নিজ পেশার প্রতি আপসহীন নীতি, দায়িত্ববোধ ও সাহস। সাংবাদিকদের এই সাহসিকতা রোধে সুবিধাবাদী গোষ্ঠী বরাবরই সাংবাদিক সমাজে ভয় ও আতঙ্ক তৈরি করতে চায়। তা করা হয় হুমকি, হত্যা, জেলে পুরে, মামলা দিয়ে কিংবা সাংবাদিকদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের মাধ্যমে।
নেতৃবৃন্দ আরও বলেন- আমরা যারা এই পেশার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত, কেবল তারাই ভালো জানি, সাংবাদিক নির্যাতনের এই বহুমাত্রিক পথ আমাদের এই ঘুণে ধরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দিনকে দিন কতটা প্রসারিত হচ্ছে। এর পেছনে মূলত দায়ী জাতীয় কিংবা স্থানীয় রাজনীতির ক্ষমতার নষ্ট বলয়ে বেড়ে ওঠা কায়েমি স্বার্থবাদী মহল, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তির আত্মীয়স্বজন, রাজনৈতিক দলের সমর্থক ও বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী। যাদের মূল কাজ অন্যের বা সরকারি সম্পদ জবরদখল বা দখল করতে সহায়তা করা এবং অবৈধ ব্যবসা, ঘুষ, তদবির ও অন্যায় পথে বাধা সৃষ্টিকারীদের ওপর নির্যাতন, গুম ও খুন।
বিজ্ঞপ্তিতে এসএমএস মিডিয়া’র নেতৃবৃন্দ বলেন- পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক কামাল হোসেন নির্যাতনের স্বীকার হয়েছেন। এটি আমাদের রাষ্ট্র, সমাজ ও স্বাধীন গণমাধ্যমের জন্য চরম অশনিসংকেত। তারা বলেন- ‘হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ইতিমধ্যে গ্রেপ্তারকৃতদের শাস্তির আওতায় আনা হোক এবং হামলার নেপথ্যে থাকা বালুমহাল সিন্ডিকেটদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’ এছাড়া ভবিষ্যতে এভাবে যেন আর কোনো সাংবাদিক আক্রান্ত না হন, সে জন্য সংশ্লিষ্টদের প্রতি কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবিও জানিয়েছেন তারা।