সিলেটের লালবাজারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বিশেষ সংবাদদাতা :
সিলেটের লালবাজার এলাকা থেকে অজ্ঞাত (৫৫) বছরের বয়সের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে হোটেল মোহাম্মদীয়া আবাসিকের পেছন থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা গেছে- সোমবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা লাশটি দেখতে পেয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে মৃত ব্যক্তিটিকে খুনে করে ফেলে রাখে দূবৃত্তরা। লাশের অবস্থা দেখে পুলিশ ধারণা করছে একদিন আগে তাকে হত্যা করা হয়েছে।
এদিকে প্রাথমিকভাবে মোহাম্মদীয়া হোটেলের ম্যানেজারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান- পুলিশ লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে হোটেলের পেছনে ফেলে যায়। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। লাশের মাথার বাম পাশে কানের উপর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পিবিআই ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করার করার জন্য মৃত দেহের ফিঙ্গার নেয়াসহ বিভিন্ন আলামত সংগ্রহ করছে।