ফেঞ্চুগঞ্জে যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে মতবিনিময় সভা
ফেন্সুগঞ্জ (সিলেট) সংবাদদাতা :
সিলেটের ফেঞ্চুগঞ্জ সদরের পূর্ব বাজারে যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় পূর্ব বাজারে বণিক সমিতির কার্যালয়ের সম্মুখে বণিক সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির আহ্বায়ক আব্দুল বারী।
ব্যবসায়ী সাহিল আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন। বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ বদরুদ্দোজা, বণিক সমিতির সদস্য মাসার আহমদ শাহ, জিল্লুর রহমান, সালেহ আহমদ ডালিম, ইউপি সদস্য কাবুল মিয়া, সেলিমউজ্জামান, ইউপি সদস্য জুবেদ আহমদ, ব্যবসায়ী মাজহারুল ইসলাম রাসেল, জমিরুল ইসলাম বাবলু, নান্টু মিয়া,৷ এস এম ময়নুল ইসলাম, সাহান উদ্দিন চৌধুরী, শাহিন আহমদ ও জয়ফুর রহমান পারভেজ।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ বাজারের ইজারাদার ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দোকানের সম্মুখে রাস্তায় কোনো মালামাল রাখা যাবে না। এছাড়াও রাস্তায় বসে যারা মাছ ও তরকারি বিক্রি করেন, তাদের নির্ধারিত শেড ঘরে এসে বসে বিক্রি করার জন্য অনুরোধ জানানো হয়। শেড ঘর আধুনিকায়ন করার মাধ্যমে ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হবে জানান বণিক সমিতির নেতৃবৃন্দ।