বড়লেখা সমিতি সিলেট’র আত্মপ্রকাশ : ডা. হেলাল সভাপতি ওয়াহিদ সম্পাদক
সংবাদ বিজ্ঞপ্তি :
নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড় ঝর্ণা হাওর আর আগর আতরের সুগন্ধি ছড়ানো দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সমৃদ্ধ বড়লেখা উপজেলার সিলেট নগরীতে বসবাসরত অধিবাসীদের নিয়ে গঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত বড়লেখা সমিতি সিলেট।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে নগরীর জেলরোডস্থ হোটেল ফরচুন গার্ডেনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা ও অনুমোদন লাভ করে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর ডা. হেলাল উদ্দিনকে সভাপতি, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. ফয়েজ উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদকে সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদারকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন; সহ-সভাপতি সৈয়দ মহসিন হোসেন, সহ-সভাপতি বেলাল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল উসমান গনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার তাজুল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খন্দকার সাইফুর রহমান রানা, ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, সাংস্কৃতিক সম্পাদক খালেদুর রহমান, শিক্ষা সম্পাদক সায়েম আহমদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হোসাইন আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হাসান স্বপন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আলীম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা ইসলাম লিনু, সাহিত্য সম্পাদক কবি ইশরাক জাহান জেলি।
কার্যকরী সদস্যরা হলেন; সাইদুল ইসলাম, এডভোকেট রেদোয়ানুল ইসলাম, সোহেল আহমদ রিপন, এডভোকেট হোসেন আহমদ সেলিম, আব্দুস সামাদ, পিকলু দে।