১৫ ফেব্রুয়ারি বিশ্বনাথের পাহাড়পুরে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল
সময় সিলেট ডেস্ক :
প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের ঐতিহ্যবাহী পাহাড়পুর গ্রামে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২১ ইংরেজী, রোজ সোমবার অনুষ্ঠিত হবে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল।
এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম জে আহমেদ প্রতিষ্ঠিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’ কর্তৃক আয়োজিত এবং পাহাড়পুড় গ্রামবাসীর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে ১১তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল।
পাহাড়পুর দক্ষিণ জামে মসজিদের মাঠে অনুষ্ঠিতব্য এই ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন- বাংলাদেশ আঞ্জুমানে তা’লিমুল কোরআর বোর্ড পাহাড়পুর শাখা ও সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট-এর উপদেষ্টা মন্ডলীর সভাপতি, বিশিষ্ট মুরব্বী ও সালিশ ব্যক্তিত্ব হাজী মো. তেরা মিয়া।
উক্ত মোবারক আয়োজনে প্রধান অতিথি হিসাবে (বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাস্সিরে কোরআন) মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ আল-মাহদী এবং প্রধান বক্তা হিসেবে (বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুফাস্সিরে কোরআন) মাওলানা আমজাদ হোসাইন আশরাফী উপষ্থিত হয়ে বয়ান পেশ করবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এছাড়া আরও দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত হয়ে বয়ান পেশ করবেন। দ্বীনি এই ওয়াজ ও দোয়া মাহফিলে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ সওয়াব হাসিল করার আহবান জানানো হয়েছে মাহফিল কমিটির পক্ষ থেকে।