বিশ্বনাথ পৌরসভার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা :
নব-গঠিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। প্রশাসক নিয়োগের প্রায় ১ বছর দেড় মাস পর বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সরকারি আবাসিক এক কোয়ার্টারের ২য় তলায় এ অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা, কৃষি কর্মকর্তা রমজান আলী, থানান অফিসার ইনচার্জ মো. শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, আনসার ভিডিপি কর্মকর্তা আমির আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, পৌরসভার সহায়ক কমিটির সদস্য রাজুক মিয়া রাজ্জাক, নজরুল ইসলাম দুলাল, শামীম আহমদ, ইছহাক আলী, আমির আলী, রফিক মিয়া, ফজর আলী, ইউনুছ আলী, শামীম আহমদ, জহুর আলী, হেলাল মিয়া, দবিরুল ইসলাম, রাসনা বেগম, লাকী বেগম ও করিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৪২ ধারার (১) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে এক প্রজ্ঞাপনে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পান বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল। এর আগে ২১ অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তাবায়ন কমিটি (নিকার) এক সভায় বিশ্বনাথকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়।