বাইডেনের ক্ষমতা গ্রহণের পর তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ!
আন্তর্জাতিক সময় :
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আমেরিকার একটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী পাড়ি দিয়েছে। সামরিক দিক দিয়ে অত্যন্ত স্পর্শকাতর এ প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করেছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন সপ্তম নৌবহর এক বিবৃতিতে বলেছে- আন্তর্জাতিক আইন মেনেই তাদের ইউএসএস জন ম্যাককেইন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালী পার হয়েছে। মার্কিন বাহিনী দাবি করছে যে, এটি তাদের রুটিন অভিযান।
প্রায়ই মাঝে মধ্যে মার্কিন সামরিক বাহিনী তাদের যুদ্ধজাহাজ নিয়ে তাইওয়ান প্রণালীতে এভাবে অভিযান চালায়। এতে চীন বরাবরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে।
চীন মনে করে এর মাধ্যমে এক চীন নীতির বিরুদ্ধে মার্কিন সরকার তাদের অবস্থান ঘোষণা করে। বিশ্বের বেশিরভাগ দেশ তাইওয়ানকে চীনের অংশ মনে করে।