নগরীতে মুঠোফোন নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন : অভিযুক্ত গ্রেপ্তার
নগর সংবাদদাতা :
মুঠোফোন বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে রাজু দাসকে (২২) হত্যার ঘটনায় জড়িত মূল আসামি সজিবকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখোলা এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সজিব সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আনন্দপুর গ্রামের গোপি রায়ের ছেলে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে- সজিব সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন জালালাবাদ রাগীব-রাবেয়া স্কুলের পাশে একটি বাসায় থাকতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর জালালাবাদ থানার হাওলাদারপাড়া এলাকার বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনে মুঠোফোন বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে সজিব (১৭) ও তার মামা রুবেল দাস (২৫) রাজু দাসের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ অবস্থায় স্থানীয় লোকজন রাজুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজু নবীগঞ্জ উপজেলার সাওকা গ্রামের দুলাল দাসের ছেলে।