সৃষ্টিশীল কাজের প্রত্যয়ে সিলেটে যাত্রা শুরু করলো ‘ইপিএস’
স্টাফ রিপোর্টার :
সৃষ্টিশীল ও নান্দনিক কাজের প্রত্যয়ে সিলেটে যাত্রা শুরু করলো নতুন বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘ইপিএস’। নগরীর জল্লারপাড় এলাকায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
সন্ধ্যায় প্রতিষ্ঠানটির সামনে একটি সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত হওয়া বিশিষ্টজনেরা সিলেটে শিল্প ও রুচির প্রসার এবং সৃষ্টিশীল কাজ ছড়িয়ে দিতে ইপিএস ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইপিএস’র কর্ণধার অরূপ বাউল। নাট্যকর্মী, সঙ্গীতশিল্পী, ডিজাইনারসহ নানা পরিচয় রয়েছে তার। সিলেটের অনেক সৃষ্টিশীল কাজের সঙ্গেই সম্পৃক্ত অরূপ। এবার সৃষ্টিশীল কাজের জন্য নিজের একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অরূপ বলেন- ইপিএসের কার্যক্রমে অবশ্যই বাণিজ্যিক লক্ষ্য থাকবে। তবে কেবল বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়নি। বরং শিল্পীত ও সৃষ্টিশীল কাজ আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি যাত্রা করেছে। ইপিএস কখনোই এ লক্ষ্য থেকে বিচ্যুত হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী উজ্জ্বল চক্রবর্তীর সঞ্চালনায় ইপিএসকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, নাট্য সংগঠক মু. আনোয়ার হোসেন রনি, নিলাঞ্জন দাশ টুকু, খোয়াজ রহিম সবুজ, রজতকান্তি গুপ্ত, অর্ধেন্দু দাশ, পরিবেশকর্মী আব্দুল করিম কিম, কবি জাহেদ আহমদ, শিল্পী সেলিম হোসেন সাজু, লিরা মল্লিক, নিবাস চন্দ্র দাস, ডা. জয় প্রমুখ।
এরআগে অতিথিরা ইপিএস’র লগো উন্মোচন করেন। এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।