দক্ষিণ সুরমায় ভ্যাকসিন কার্যক্রম ব্যবস্থাপনা কমিটির সভা অনষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য দক্ষিণ সুরমা উপজেলা ব্যবস্থাপনা কমিটির সভা বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হক এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ময়নুল আহসান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, কমিটির সদস্য সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার মিতা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন খান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রিমা দাস, ব্যাক সদর, দক্ষিণ সুরমা মো. রকিবুজ্জামান, উপজেলা ইউএনডিডিও তানিয়া লাইজু, দুররে রেড ক্রিসেন্টের প্রতিনিধি মুজিব খান ফাইম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ ফারহানা মালেক জয়া, নিউট্রিশন অফিসার শেখ তাওহিদা রহমান, উদ্যোক্তা বিমল কান্তি পাল, ইউএনও অফিসের সহকারী রিপা চন্দ প্রমুখ।