যুক্তরাজ্যে একুশের প্রভাতফেরি উদযাপন কমিটি গঠন
বিশেষ সংবাদদাতা :
বীর মুক্তিযোদ্ধা মাহমুদ এ রউফকে আহবায়ক ও সাংবাদিক জুয়েল রাজকে সদস্য সচিব করে যুক্তরাজ্যে একুশের প্রভাতফেরি উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাহমুদ এ রউফ।
আলোচনায় অংশ নেন- ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ, আবু মুসা হাসান, সৈয়দ এনাম, হারুনুর রশিদ, শাহিদ আলী, আনসার আহমেদ উল্লাহ, জামাল আহমেদ খান, শাহরিয়ার বিন আলী, জুয়েল রাজ, ইফতেখারুল হক পপলু, সুশান্ত দাস প্রশান্ত প্রমুখ।
করোনাকালীন জাতীয় লকডাউন ও লন্ডনের জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে সভায় সর্বসম্মত সিদ্ধান্তে এ বছর ভার্চুয়াল শিশু-কিশোর সমাবেশ ও একুশের বিভিন্ন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
ব্রিটিশ বাংলাদেশী শিশু-কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশে যুক্ত করার প্রস্তাবনা দিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় ভার্চুয়াল শিশু-কিশোর সমাবেশ ও অনুষ্ঠানমালার কর্মসূচি ঘোষণা করা হয়।