শিশু-কিশোর পত্রিকা পাতাকুঁড়ি’র মোড়ক উন্মোচন
সংবাদ বিজ্ঞপ্তি :
ত্রৈমাসিক শিশু- কিশোর পত্রিকা পাতাকুঁড়ির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে ত্রৈমাসিক শিশু-কিশোর পত্রিকা পাতাকুঁড়ি’র মোড়ক উন্মোচন করা হয়।
পাতাকুঁড়ি’র সম্পাদক তাসনিম যায়েদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কর্ণেল (অবঃ) আলী আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আহমদ মাহবুব ফেরদৌস ও বিশিষ্ট ছড়াকার কামরুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাতাকুঁড়ি’র নির্বাহী সম্পাদক সুমেল আহমদ।