জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের জলিলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ (৬৯) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গত সোমবার দুপুর ১২টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে যান। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক তালুকদার, জামালগঞ্জ থানার এসআই মো. আব্দুল বাতেনসহ সঙ্গীয় ফোর্স এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের মূল বাড়ি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায়। গত ২০ বছর আগে তিনি জামালগঞ্জ উপজেলার জলিলপুরে বসতি স্থাপন করেন।