তাহিরপুরে ছাত্রদলের বিক্ষোভ
তাহিরপুর প্রতিনিধি
তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল,বাদাঘাট সরকারি কলেজ ও জয়নাল আবেদীন কলেজ ছাত্রদল।
শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে উপজেলা সদরের পূর্ব বাজরের দলীয় কার্য্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কায্যালয়ের সামনে এসে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল,সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না,যুগ্ম আহবায়ক রাহাত হাসান রাব্বি, যুগ্ম আহবায়ক তানভীর, বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সুজন মিয়া, সদস্য সচিব আরিফুল ইসলাম রুবেল, তাহিরপুর জয়নাল আবেদীন কলেজ ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন আলমগীর, সদস্য সচিব তরিকুল হাসান রনি, যুগ্ম আহবায়ক আরিফ মিয়া,আহবায়ক কমিটির সদস্য মিনহাজুল হক আরমান,মজিবুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা রাখাব উদ্দিন, বাইজিদ, আলী, আফসারুল, আফসার আলম, মাহমুদুল হাসান রাকিব।