রাগীব রাবেয়া ও পার্কভিউ মেডিকেল পরিদর্শনে নেপালি রাষ্ট্রদূত
সময় সিলেট ডট কম
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে শনিবার নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া ও পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এসময় তারা কলেজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং মতবিনিময় করেন।
সকালে প্রতিনিধি দলকে স্বাগত জানান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে.এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ সহ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ। পরে র প্রতিনিধি দল কলেজের কনফারেন্স রুমে কলেজ অধ্যক্ষ কর্তৃক প্রদত্ত ব্রিফিং সেশনে মিলিত হন। এতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
ব্রিফিং সেশন শেষে মাননীয় রাষ্ট্রদূত জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, অবকাঠামোগত সুযোগ সুবিধা, মান সম্মত শিক্ষা উপকরণ, চিকিৎসা সেবার মান দেখে প্রশংসা করেন এবং বলেন , কলেজের বিদ্যমান উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এই কলেজ আরো অনেক এগিয়ে যাবে। অতঃপর তিনি কলেজের লেকচার গ্যালারী-১ এ অত্র কলেজের নেপালী শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এদিকে নেপালি রাষ্ট্রদূতের সাথে পার্কভিউ মেডিকেল কলেজে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এইচ. ই. ডা. বনশিধর মিশরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী দুর্গা মিশ্রা, নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারির স্ত্রী পূজা যাদব, রাষ্ট্রদূতের সেক্রেটারী রেয়া সিতরী।
এছাড়াও উক্ত সভায় বক্তব্য রাখেন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুছ ছালাম, একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এম এ মালিকসহ প্রমুখ। উক্ত সভায় পার্কভিউ মেডিকেল কলেজের সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি