রাগীব-রাবেয়া মেডিকেলে বঙ্গবন্ধু মেডিকেলের ভিসি
সময় সিলেট ডট কম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে ভাইস চ্যালেন্সর অধ্যাপক কনক কান্তি বডুয়াসহ এক প্রতিনিধি দল শনিবার সকাল ৯টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ শহীদুল্লাহ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডাঃ এহতেশামুল হক চৌধুরী দুলাল, ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির প্রাক্তন ডীন অধ্যাপক খান আব্দুল কালাম আজাদ, সোসাইটি অব সার্জনস এর প্রেসিডেন্ট অধ্যাপক তৌহিদুল আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস এন্ড গাইণী বিভাগের অধ্যাপক সালেহা খাতুন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফাত আরা, অধ্যাপক শিউলী চৌধুরী, অধ্যাপক এ.জেড.এম. মোস্তাক হোসেন তুহিন প্রমুখ।
প্রতিনিধি দল জালালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছলে তাঁদেরকে স্বাগত জানান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, হাসপাতাপাতালে পরিচালক অধ্যাপক তারেক আজাদ সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ। এরপর প্রতিনিধি দল কলেজের কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। বিজ্ঞপ্তি