বিশ্বনাথে করোনা ভাইরাসের প্রথম টিকা নিলেন ওসি শামীম মুসা
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা :
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রথম টিকা নিলেন সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রে প্রথমে ওসিকে টিকা দিয়ে এর শুভ সূচনা করা হয়। আর দ্বিতীয় টিকাটি গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএইচও ডা. আব্দুর রহমান মুসা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১৫ জন ওই টিকা নিয়েছেন। দিনের শেষে ১০০ জন টিকাগ্রহণের সম্ভাবনা রয়েছে।
প্রথম টিকা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বর্ণালি পাল, আ.লীগ নেতা এ আর চেরাগ আলী ও বিএনপি নেতা জুনেদ আহমদসহ স্বাস্থ্যকর্মীরা।
গত ৪ ফেব্রুয়ারি উপজেলায় ১৩৫৫০টি টিকা পৌঁছেছে। তার মধ্যে নিবন্ধন হয়েছে ১২৭টি। তবে যারা প্রথম টিকা নিয়েছেন, তারা সবাই ভালো রয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা জানান।