সিলেটে ফের পুলিশের অভিযানে ৭ নারী-পুরুষ গ্রেফতার
স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা ৭ নারী-পুরুষকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ভার্থখলাস্থ অভি আবাসিক হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটকৃতরা পুরুষরা হলেন– মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার সরইবাড়ী গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মো. জসিম মিয়া (২৫), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার শিবপুর গ্রামের মো. আফতাব মিয়ার ছেলে মো. শামছুল হক (২৬), একই উপজেলার মুক্তাখাই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. নাজমুল হোসেন (১৮), ময়মনসিংহ সদর থানার সাভার গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (২৪)। এছাড়াও আরও তিন মহিলাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।