সরকার অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: আসাদ উদ্দিন আহমদ
নগর সংবাদদাতা :
সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেছেন- আমাদের দেশে প্রতিদিন অসংখ্য লোক এমনকি অসংখ্য মানুষ শহরের ফুটপাতে রাত্রি যাপন করে থাকে। এদিকে শীতের তীব্রতার কারণে অনেক সময় অসহায় মানুষ কষ্টে দিন অতিবাহিত করে থাকে। তাই অসহায়দের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন- বর্তমান সরকার অসহায় মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছে। মুজিব শতবর্ষে পর্যায়ক্রমে দেশের নয় লাখ গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। সামাজিক সুরক্ষা কর্মসূচীর পরিধি ক্রমশ বাড়ানো হচ্ছে। করেনাকালীন সময়ে দেশের বিভিন্ন শ্রেণী-পেশার লক্ষ লক্ষ মানুষকে প্রণোদনা প্রদান করা হয়েছে। বন্যার্ত, শীতার্ত মানুষের দূর্ভোগ লাঘবে সরকার সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। তিনি সমাজের অসহায় মানুষের সাহার্য্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি রোববার ৩নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এম লায়েকের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৩নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এম লায়েকের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুমায়ুন মুহাম্মদ সাগরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামীলীগের অন্যতম সদস্য মো. সাব্বির খান, ইয়াং ব্রাদার্স ক্লাবের সাবেক সভাপতি মো. আমিন আলী, এলাকার বিশিষ্ট মুরব্বী মো. নুরু মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সুহেল আহমদ, যুবলীগ নেতা মিল্টন তালুকদার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. জাকারিয়া আহমদ, ইয়াসিন আহমেদ, সুহেল তালুকদার, রুহুল আমিন, এডভোকেট রাসেল, ইমন, শামস, সায়িদ, হাকিম, রমজান, জায়েদ প্রমুখ।