ছাতকে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর নড়াইলে একটি আদালতে মানহানি মামলায় দুই বছরের মিথ্যা ভিত্তিহীন সাজা প্রদানের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাতকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রদল।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল শেষে বাগবাড়ী পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহবুব আহমেদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাকী মুহিতের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইমদাদুর রহমান ইমন, জেলা ছাত্রদলের সদস্য সৈয়দ মেহেদী হাসান, সুজন আহমেদ জিসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সুমন উদ্দিন, আব্দুল আজিজ ফয়সাল, সদস্য হাবিবুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্ছা আবেদীন, সিনিয়র যুগ্ম-আহবায়ক শরিফ উদ্দিন মাহিব, শাহনুর রহমান এমাদ, শাহ মো. জাহিদ হাসান, সদস্য সাইফুল ইসলাম সুজন, শুভন আহমেদ, শাহরিয়ার আহমেদ অভি, সৌরভ আহমেদ, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মোজাম্মেল হোসেন মারুফ, যুগ্ম-আহবায়ক এমরান আহমেদ মাহিদ, ফজলুল হক, শিব্বির আহমেদ, জুবায়েল আহমেদ, সদস্য তাওহিদুর রহমান, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক আতাউর রহমান সোহাগ, যুগ্ম-আহবায়ক ছাদ মিয়া, ছাব্বির আহমেদ, শাহেদ চৌধুরী, উজ্জ্বল হুসেইন রিপন, সদস্য মারুফ আহমদ, তানভীর আহমদ, শাহজাহান, আব্দুস সাত্তার, আল আমিন, লায়েক, মুহিবুর রহমান হিরন, নাঈম আহমদ, অলিদ আহমদ, আল জয়, গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম, জাহেদ আহমদ, আলিফ আহমেদ, লাভলু তালুকদার, সোনা আলী, সাফি আহমেদ প্রমুখ।
বক্তারা মিথ্যা মামলা ও সাজা বাতিলের দাবি জানিয়েছেন।