র্যাবের অভিযানে রিভলবার, পিস্তল ও মাদকসহ ৩ সন্ত্রাসী আটক
স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৩ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে রিভলবার, পিস্তল, দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়- রোববার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর থানাধীন দলইপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল কুদ্দুস (৩২) কে আটক করে র্যাব। সে একই গ্রামের মো. আলকাছ মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ১৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১৪ হাজার ৬৫০ টাকা, ১২টি বড় ছোরা, ৫টি ছোট ছোরা, ১টি পিস্তল, ৫৮টি কার্তুজ খোসা, ৬টি হেলমেট, ৩১ পিস বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।
এদিকে, রোববার রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা সদরে অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবারসহ সন্ত্রাসী নূর মিয়া (৪০)-কে আটক করেছে র্যাব। সে একই উপজেলার পিঠাপই গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পৃথক আরেকটি অভিযানে রোববার দিবাগত রাত ২টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বড়কাপন এলাকা থেকে ১টি বিদেশি পিস্তলসহ আরেক সন্ত্রাসী লিলু মিয়া (৪২)-কে আটক করা হয়েছে। লিলু ছাতকের কচুরগাঁও-এর মৃত আছির আলীর ছেলে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।