বিশ্বনাথ প্রেসক্লাবের নতুন কমিটিকে শফিকুর রহমান চৌধুরী’র অভিনন্দন
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের নতুন কমিটির নির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
সোমবার (৮ ফেব্রুয়ারী) রাতে গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি সিলেটের সুশীল ও মুক্তিযুদ্ধের চেতনাধারী গণমাধ্যমকর্মীদের সংগঠন ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় শফিক চৌধুরী বলেন- নবনির্বাচিত কমিটির কর্মতৎপরতায় বিশ্বনাথ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে। প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত হবে এবং পেশার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।