‘সাহিত্য চর্চা মানুষের চিন্তা-চেতনাকে সুন্দর করে’
স্টাফ রিপোর্টার :
সাইক্লোনের সাহিত্য আসরে বক্তারা বলেছেন- সাহিত্য মানব জীবনের দর্পণ। সাহিত্য চর্চা মানুষের চিন্তা-চেতনাকে সুন্দর করে। তরুণ প্রজন্মকে বিভিন্ন অপকর্মের শিকার থেকে রক্ষা করতে সাহিত্যচর্চা একটি অন্যতম হাতিয়ার।
নগরীর জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে ভ্রমণলেখক মোয়াজ আফসারের সভাপতিত্বে ও সাহিত্যকর্মী ইফতেখার শামীমের পরিচালনায় গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সাইক্লোন’র ১৭২তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
সভায় লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, কলামিস্ট সালেহ আহমদ খসরু, ও ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শেখ সাব্বির আহমদ।