হোটেলে কোয়ারেন্টিনরত যুক্তরাজ্য প্রবাসীদের খোঁজ নিলেন এমদাদ চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি :
করোনা মহামারীর এই কঠিন সময়ে দেশ মাতৃকার টানে দেশে আসা ও সিলেটের বিভিন্ন হোটেলে কোয়ারেন্টিনরত যুক্তরাজ্য প্রবাসীদের খোঁজ খবর নিয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
তিনি মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন হোটেলে গিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে কোয়ারেন্টিনরত যুক্তরাজ্য প্রবাসীদের খোঁজ খবর নেন। এছাড়াও তাদের মাঝে মাস্ক তুলে দেন।
এসময় তিনি বলেন- করোনা মহামারীর এই কঠিন সময়ে দেশ মাতৃকার গর্বিত সন্তান যুক্তরাজ্য প্রবাসীদের নিজ দেশে এসে কোয়ারেন্টিন করতে হচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্র কিংবা সরকারের তেমন কিছু করার নেই। জনগণের স্বার্থে প্রবাসীদের কোয়ারেন্টিন থাকা উচিত। তবে প্রবাসীদের অর্থে দেশের অর্থনীতি সচল হয়। কিন্তু যুক্তরাজ্য প্রবাসীদের সরকারী খরচে হোটেলে কোয়ারেন্টিন করা উচিত ছিল। রাষ্ট্র এবং সরকার প্রবাসীদের স্বার্থে এমন উদ্যোগ নিতে পারতো। এমনিতেই দেশে কোটি কোটি টাকা দুর্নীতি ও লুটপাট হচ্ছে। বিদেশে পাচার হচ্ছে হাজার কোটি টাকা। প্রবাসীদের জন্য কিছু টাকা ব্যয় করলে সরকারের তেমন ক্ষতি হওয়ার কথা ছিলনা।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির প্রচার সম্পাদক শামীম মজুমদার, যুব বিষয়ক সম্পাদক মীর্জা বেলায়েত আহমদ লিটন, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন, মানবাধিকার সম্পাদক মুফতী নেহাল উদ্দিন, সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।