মৌলভীবাজারে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগীয় কার্যালয় এর তত্বাবধানে মৌলভীবাজার এরিয়াধীন ১১টি শাখার ব্যবস্থাপকদের নিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারস্থ রেস্ট ইন হোটেলে শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার এরিয়া প্রধান দেবাশিস দেব এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক লায়েস আহমদ সাদরুল আলম।
প্রধান অতিথি লায়েস আহমদ সাদরুল আলম বলেন- জনতা ব্যাংক মৌলভীবাজার এরিয়ার শাখা সমূহের সদ্য সমাপ্ত ২০২০ ইং সালের বিভিন্ন ব্যবসায়ীক অর্জনের পর্যালোচনা করেন এবং ২০২১ সালের জন্য নির্ধারিত ব্যবসায়ীক সুচকসমূহ অর্জনের বিশদ পরিকল্পনা গ্রহনের লক্ষ্যে এরিয়া প্রধানসহ শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করেন। তিনি জনতা ব্যাংকের অতীত ঐতিহ্যেরকে সম্মুন্নত রেখে ভবিষ্যতে ব্যাংকের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে এবং দেশ ও জনগনের উন্নয়নে অশিংদার থেকে সোনার বাংলা গঠনে অবদান রাখতে হবে। ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ মৌলভীবাজর এরিয়ার সকল কর্মকর্তাকে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার জন্য নির্দেশনা দেন।
মৌলভীবাজার এরিয়ার সকল জনগনকে জনতা ব্যাংকের সেবা গ্রহন করার জন্য আহবান জানিয়ে তিনি বলেন- জনতা ব্যাংক পুরাপুরি অনলাইন ব্যাংকিং পরিচালনা করছে এবং যে কোন শাখা হতে ব্যাংকিং সেবা গ্রহন করতে পারবেন ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সন্দীপ কুমার রায়, মৌলভীবাজার কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ আব্দুল হামিদ।
সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সমর কুমার দত্ত, জুড়ি শাখার ব্যবস্থাপক শৈলেন্দ্র শর্মা,শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. আক্তার হোসেন, কুলাউড়া শাখা ব্যবস্থাপক মোছা. তাহমিনা আক্তার, রাজনগর শাখার ব্যবস্থাপক চামেলী রানী দেব, বড়লেখা শাখার ব্যবস্থাপক পীযুষ কান্তি দাশ, ভানুগাছ শাখার ব্যবস্থাপক তমাল দত্ত, কাজিরবাজার শাখার ব্যবস্থাপক মো. আবুল কালাম, জায়ফরনগর শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি দেবনাথ, গোরারাই শাখা ব্যবস্থাপক মো. আলাল উদ্দিন, একাটুনা শাখার ব্যবস্থাপক মো. আকিবুল হোসেন।