ভোলাগঞ্জে ইকবাল ডাকাত গ্রেফতার
কোম্পানীগঞ্জ (সিলেট) সংবাদদাতা :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ক্রাশার মিলে ডাকাতি করার সময় ডাকাত ইকবাল হোসেন (২৬) কে গ্রেফতার করা হয়েছে। সে ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের আপ্তাব মিয়ার ছেলে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভোলাগঞ্জ ১০ নং এলাকার সুলাইমান ও জালাল মিয়ার ক্রাশার মিলে ডাকাতি করতে যায় ইকবাল হোসেনসহ ৪-৫ জন। এ সময় ক্রাশার মিলের ম্যানেজার ও আশপাশের লোকজন তাদের ধাওয়া করে ইকবাল হোসেনকে ধরলেও বাকিরা পালিয়ে যায়। পরে তারা ইকবাল হোসেনকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করেন। এর আগেও সে চুরি ও ডাকাতির দায়ে বেশ কয়েকবার জেল হাজতে গিয়েছিল।
কোম্পানীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান- ভোলাগঞ্জ ১০ নং এরিয়া থেকে ডাকাতির সময় স্থানীয় লোকজন তাকে ধরে থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।