বড়লেখায় ইউপিএল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আদনান স্পোটিং ক্লাব
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় ইউপিএল-২০২১ সিজন-২ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আদনান স্পোটিং ক্লাব। গত বৃহস্পতিবার ফাইনালে ড্রিম-১১ কে হারিয়ে ৬ ইউকেটে হারায় আদনান স্পোটিং ক্লাব।
শহরের নারীশিক্ষা একাডেমি অনার্স কলেজ পশ্চিম সংলগ্ন মাঠে মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আয়োজন করে ইউনিটি পানিধার।
বিকেলে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটি পানিধারের সমন্বয়ক মো. ইমদাদুল হক ইমন।
ধারাভাষ্যকার শিমুল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন- বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আহমেদ চৌধুরী জাহেদ, অ্যাডভোকেট জিল্লুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম রেজা, ইকবাল হোসেন, আমজাদ হোসেন পাপলু, আক্তার হোসেন প্রমুখ।
এ সময় টুর্ণামেন্টে পরিচালনা কমিটির সদস্য কামাল হোসেন, দেলোয়ার হোসেন, তুহিন আহমদ, ইমন চৌধুরী, হেলাল আহমদ, কিংশু ঘোষ, তৌহিদুল ইসলাম, জাহিদ হোসেন, মিয়াদ আহমদ, এমাদুল হক রিপন, সাইদ, মামুন, নয়ন, জামিল হোসেন, আমিনুল ইসলাম, মহসিন, সাকিব, সাগর, নিশু, মুশফিক, আকিব, লাবিব, রাহাত, হোসাইন, শাহিন, সাফিন, তানিম আহমেদ, জাবেদ আহমেদ, সুমন ঘোষ, ফাহাদ আহমেদ, তালহা, নিঝুম, তৌফিক, রাফি, নাজিম, মুন প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে পৃষ্টপোষকতা করেন ফ্রান্স প্রবাসী আলতাফ হোসেন, কাতার প্রবাসী নাঈম আহমেদ শিপন ও মো. আব্দুল হাকিম।