বিশ্বনাথ প্রেসক্লাবের সম্পাদক সোহেল : বিভিন্ন মহলের অভিনন্দন
সংবাদ বিজ্ঞপ্তি :
দৈনিক শুভ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার ও বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল বিশ্বনাথ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
পৃথক অভিনন্দন বার্তায় তারা বলেন- প্রায় দুই যুগের উপরে নবীন সোহেল বিশ্বনাথ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃত্ব অত্যন্ত দক্ষতার সাথে দিয়ে আসছেন। উপজেলাবাসীর বিভিন্ন দাবি আদায়ে মাঠে লড়াই করেছেন। এখন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় তার কর্মের মাধ্যমে উপজেলার সাংবাদিকতা অঙ্গনেও সৃজনশীলতা ও নতুনত্ব আসবে। সুষ্ঠু সাংবাদিকতার চর্চা আরো গতিশীল হবে। এ সময় তারা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অন্যান্য সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন- বিশ্বনাথ সাংস্কৃতিক এক্য পরিষদের সভাপতি সাইদুর রহমান সাঈদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ, সুশাসনের জন্য নাগরিক বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মো. মধু মিয়া, বিশ্বনাথ থিয়েটারের উপদেষ্টা শাহ মো. মস্তাব আলী, কবি খালেদ উদ-দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক হাসমত আলী, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, মাসিক সিঙ্গেরকাছ বার্তা’র সম্পাদক, কবি ও গীতিকার এইচ এম আরশ আলী, শাপলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি আবুল কাহার, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, কবিতা পরিষদের সভাপতি কবি আবদুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ বন্ধুসভার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. প্রবীর কান্তি দে পিংকু, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন শিকদার, চাউলধনী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, নাসিং হোম একাডেমীর ডিরেক্টর শফিক আহমদ পিয়ার, জালাল পুর সাহিত্য ফোরাম সভাপতি কবি সুমন খান, সিলেট জেলা জয়বাংলা পরিষদের সাধারণ সম্পাদক মিজান মোহাম্মদ, মাসিক চন্দ্রবিন্দুর সম্পাদক নুরুল ইসলাম, দৌলতপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উপদেষ্ঠা ডা. বিভাংশু গুণ বিভু, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদ, দৌলতপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি দবির মিয়া ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, সংগঠক আব্দুল বাতিন, উপজেলা ছাত্র দলের আহবায়ক ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল রেজা, ছড়া পরিষদের যুগ্ম-সম্পাদক নিরঞ্জন মনি, গাঙচিলের সাধারণ সম্পাদক রনক আহমদ, ছড়াকার ও সংগঠক তারেক লিমন, বাসিয়া খেলাঘরের সভাপতি শফিক রুহিন, জয়বাংলা পরিষদ বিশ্বনাথ শাখার সাধারণ সম্পাদক আহমেদ জুয়েল প্রমুখ।