গোলাপগঞ্জে দুই পিকআপ ভ্যানের সংঘর্ষ : গুরুতর আহত ২
গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা :
সিলেটের গোলাপগঞ্জে দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর লামাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সালামভাগ গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার সেকুল মিয়া (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সিলেট থেকে ছেড়ে আসা (সিলেট মেট্রো-শ ১১-০০৮) ও গোলাপগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া (সিলেট মেট্রো-ন ১১-১০৬০) গাড়ী দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালক মারাত্মকভাবে আহত হন। এসময় গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়।
তাৎক্ষনিক এলাকাবাসী গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই গাড়ি চালকে বের করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনায় এই দুই গাড়ির চালক আহত হয়েছেন। তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।