বড়লেখা সমিতি সিলেট-এর ভালোবাসায় সিক্ত পরিবেশ ও বন মন্ত্রী শাহাব উদ্দিন
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট নগরীতে বড়লেখার অধিবাসীদের প্রিয় সংগঠন নবগঠিত ‘বড়লেখা সমিতি সিলেট’ এর ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) অপরাহ্নে বড়লেখা সমিতি সিলেটের বড়লেখাবাসীর পক্ষ থেকে বিপুল সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাঁকে।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, পাহাড় জলপ্রপাত, হাকালুকি হাওর বিস্তৃত জলরাশি আর আগর-আতরের সুগন্ধি ছড়ানো মৌলভীবাজার জেলার সমৃদ্ধ এলাকা বড়লেখার তৃণমূল থেকে উঠে আসা মাটি ও মানুষের রাজনীতির বরপুত্র মন্ত্রী শাহাব উদ্দিন সিলেটে বড়লেখা সমিতি গঠিত হওয়ায় তাঁর সন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি দেশে-বিদেশে বড়লেখাবাসীর ঐক্যবদ্ধতা কামনা করে আগামীতে এই সমিতির নেতৃত্বে সিলেটে বড়লেখাবাসীদের সুনাম, সুখ্যাতি ও গৌরব অক্ষুণ্ণ রাখার আহবান জানান।
মন্ত্রী শাহাব উদ্দিন এ সময় ফরম পূরণ করে ‘বড়লেখা সমিতি সিলেট’ এর আজীবন সদস্য পদ গ্রহণ করেন। তাঁকে সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
ওসমানী বিমানবন্দরে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন- বড়লেখা সমিতি সিলেট-এর সভাপতি প্রফেসর ডা. হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডা. ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, কোষাধ্যক্ষ সাংবাদিক আবদুল কাদের তাপাদার, সহ-সভাপতি সৈয়দ মহসিন হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার তাজুল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুর রহমান রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েম আহমদ চৌধুরী, বড়লেখা সমিতির অন্যতম উপদেষ্টা আব্দুস শুকুর বকুল ও বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমদ প্রমুখ।