আ ফ ম সাঈদ সম্পাদিত ‘জানা-অজানায় জাতির পিতা’ বইয়ের মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার :
আ ফ ম সাঈদ সম্পাদিত ‘জানা-অজানায় জাতির পিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
নগরীর দাড়িয়াপাড়াস্থ শ্রীহট্ট প্রকাশ-এর ৩য় বই প্রদর্শনীতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট লেখক, সাংবাদিক, কবি ও রাজনীতিবিদদের সমাবেশ ঘটে। অনুষ্ঠানে ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, প্রবীণ লেখক-সাংবাদিক আবদুল হামিদ মানিক, দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, বিশিষ্ট সাংবাদিক খালেদ আহমদ, বিশিষ্ট লেখক বেলাল আহমদ, শিক্ষাবিদ ও লেখক মো. আবদুল মালেক, নগরীর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গৌছুল আলম গেদু, বিশিষ্ট কবি ও ঘাস প্রকাশনের স্বত্বাধিকারী নাজমুল হক নাজু, কবি ফজলুল হক বাবুল, ছড়াকার আবদুস সাদেক লিপন, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, কবি কাঞ্চন চন্দ্র দাশ, কবি জায়েদুর রহমান, শিক্ষাবিদ আ খ ম ফারুক আহমদ, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার ও সবুজ সিলেটের আইটি ইনচার্জ এম এ মালেক, সবুজ সিলেটের আলোকচিত্রী রাধে মল্লিক তপন, সাংবাদিক মো. সুমন আহমদ প্রমুখ।