সিলেটে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
সময় সিলেট ডেস্ক :
সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে তাকে থানার উপ পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র নাথের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার মৃত আজর আলীর ছেলে।
বৃহস্পতিবার মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান- জাহাঙ্গীর হোসেন থানায় গত বছরের একটি ধর্ষণ মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।